ঢাকা: রাজধানীর রামপুরা থানার ২৩নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি রুবেল ওরফে বিষ্ণুকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার (১১ মার্চ) ভোরে রামপুরা এলাকা থেকে তাকে আটক করা হয়।
মহানগর গোয়েন্দা পুলিশের খিলগাঁও জোনাল টিমের সহকারী পুলিশ কমিশনার ইকবাল হোসাইন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, সম্প্রতি হরতাল-অবরোধে রামপুরা এলাকায় যেসব সহিংসতার ঘটনা ঘটেছে, অধিকাংশ ঘটনার সঙ্গেই বিষ্ণু জড়িত।
নাশকতার অভিযোগে আটক বিষ্ণুকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১১২২, মার্চ ১১, ২০১৫