গাজীপুর: নাশকতার অভিযোগে জেলার বিভিন্ন স্থান থেকে ২০ দলীয় জোটের আট নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
বুধবার (১১ মার্চ) সকাল ১০টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গাজীপুর জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক সিরাজুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ২০ দলীয় জোটের জয়দেবপুর থানার চার জন, টঙ্গী থানার দু’জন এবং কাপাসিয়া থানার দু’জনকে আটক করা হয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, মার্চ ১১, ২০১৫