ঢাকা: দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা সম্পর্কে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, খালেদা জিয়া, আপনার রক্ষা নেই! আপনার বিরুদ্ধে যথাসময়ে আইন প্রয়োগ করা হবে।
বুধবার সকালে (১১ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘বোমা মারার দিন শেষ হয়ে এলো খুনি খালেদার বিচার সামনে’ শীর্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
কামরুল ইসলাম বলেন, খালেদা জিয়া, আপনার রক্ষা নেই! আইন তার নিজস্ব গতিতে চলবে। অনেকে বলেন, খালেদা জিয়াকে কেন গ্রেফতার করা হচ্ছে না! আমি বলতে চাই, আইন আমলে আসলে এটা কেবল সময়ের ব্যাপার মাত্র।
খালেদা জিয়াকে উদ্দেশ করে তিনি বলেন, আপনার বিরুদ্ধে (খালেদা) যথাসময়ে আইন প্রয়োগ করা হবে। কোনো ছাড় দেওয়া হবে না।
তিনি বলেন, যেভাবে আপনি মানুষ মেরেছেন, আপনাকে ছাড় দেওয়ার প্রশ্নই আসে না! যেভাবে মানুষের ওপর নির্যাতন করেছেন, এর কোনো ছাড় নেই।
আওয়ামী লীগের এ নেতা আরো বলেন, আমার লজ্জা হয়, লক্ষ করবেন, আজকে বাংলাদেশের কিছু বুদ্ধিজীবী সংলাপের কথা বলেন। গত পরশু ব্র্যাক সেন্টারে কিছু বুদ্ধিজীবী আলোচনা করেছেন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির আলোকে এ আলোচনা বসেছিল। তারা নতুন নতুন তত্ত্ব ও পথ বের করছেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষমতা ভাগাভাগি করলে সব সমস্যার সমাধান হবে!
তিনি এই আলোচনার সমালোচনা করে বলেন, গণভোটের তত্ত্ব, রাষ্ট্রপতি ও ক্ষমতা ভাগাভাগির তত্ত্ব, ভোটের আনুপাতিকহারে সংসদে আসনের তত্ত্ব, বিভিন্ন তত্ত্ব নিয়ে তারা আলোচনা করছেন।
ওই বুদ্ধিজীবীদের তত্ত্বের সমালোচনা করে কামরুল ইসলাম বলেন, দেশের মানুষকে যখন হত্যা করা হচ্ছে, নিরীহ মানুষ যখন আগুনে পুড়ে মরছে, সেই সময়ে তারা (বুদ্ধিজীবীরা) বিভিন্ন তত্ত্ব দিয়ে যাচ্ছেন। আগুন নেভানোর কোনো কৌশল তারা বের করছেন না।
তিনি আরো বলেন, আমার দুঃখ হয়, ওই বৈঠকে বিএনপির তাবেদার, চামচা ও একজন বড় দুর্নীতিবাজও সেখানে ছিলেন। ভদ্রবেশী, নাগরিকবেশী ও সুশীল সমাজবেশী সেখানে ছিলেন। আমি তার নাম বলতে চাই না। তিনিও সুশীল সমাজের একজন। তার নাম বলে খাটো করতে চাই না।
দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে কামরুল ইসলাম বলেন, আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে সব অপশক্তির বিরুদ্ধে মোকাবেলা করতে হবে। যারা বিভিন্ন তত্ত্ব আবিষ্কার করছেন, তাদের বিরুদ্ধেও আমাদের সোচ্চার হতে হবে। আমি স্পষ্টভাবে বলতে চাই, কোনো খুনি, জঙ্গি ও পশুদের সঙ্গে কোনো ধরনের আলোচনা বা সংলাপ হবে না।
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের দাবি নির্বাচন, তত্ত্বাবধায়ক সরকার নয়। এদের দাবি হলো, একাত্তরের ঘাতক-দালাল, যুদ্ধাপরাধীদের রক্ষা করা বলেও মন্তব্য করেন তিনি।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও অভিনেতা এটিএম শামসুজ্জামানের সভাপতিত্বে সমাবেশ আরো উপস্থিত ছিলেন- বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, জাতীয় সমাজতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল, ন্যাপ (ভাসানী) মোস্তাক আহমেদ ভাসানী প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, মার্চ ১১, ২০১৫