ঢাকা: হরতাল ও অবরোধ বন্ধের দাবিতে চিকিৎসকদের একটি প্রতিনিধি দল গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে।
বুধবার (১১ মার্চ) দুপুর ১টার দিকে সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হকের নেতৃত্বে প্রতিনিধি দলটি গুলশান ২ নম্বরে অবস্থিত কার্যালয়ের সামনে যায়।
উল্লেখ্য, গত ৫ জানুয়ারিতে সমাবেশ করতে বাধা দেয়ার প্রতিবাদে ওই দিন থেকেই সারাদেশে লাগাতার অবরোধ ঘোষণা করেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। অবরোধের সঙ্গে চলছে দফায় দফায় হরতাল।
পাশাপাশি ৩ জানুয়ারি থেকেই গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অবস্থান করছেন খালেদা জিয়া। তার দাবি সরকার তাকে অবরুদ্ধ করে রেখেছে। অবশ্য এ অভিযোগ প্রত্যাখ্যান করে সরকার জানিয়েছে, তাকে অবরুদ্ধ করে রাখা হয়নি। তিনি যখন ইচ্ছা কার্যালয় থেকে বের হতে পারবেন।
বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, মার্চ ১১, ২০১৫