ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

হরতাল সমর্থনে ময়মনসিংহে শিবিরের ঝটিকা মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, মার্চ ১১, ২০১৫
হরতাল সমর্থনে ময়মনসিংহে শিবিরের ঝটিকা মিছিল ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

 ময়মনসিংহ: হরতাল সমর্থনে ময়মনসিংহে ঝটিকা মিছিল করেছে শিবিরকর্মীরা।

বুধবার (১১ মার্চ) সকাল ৯টার দিকে শহরের ধোপাখলা মোড় থেকে এ মিছিল শুরু হয়ে চরপাড়া মোড়ে গিয়ে শেষ হয়।



শিবির দক্ষিণ জেলা শাখা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জান‍ানো হয়।

মিছিলের নেতৃত্ব দেন ময়মনসিংহ দক্ষিণ জেলা শিবিরের সভাপতি মাহফুজুর রহমান মুক্তা।

এ সময় জামায়াতের কর্মপরিষদ সদস্য আল হেলাল তালুকদার, এইচ এম যোবায়ের, শহর শিবিরের সেক্রেটারি রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।

যতদিন এ ‘অবৈধ সরকারের’ পতন না হবে ততদিন ছাত্রশিবির দেশের সব ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে এ আন্দোলন অব্যাহত রাখবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, মার্চ ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।