পাবনা: জামিন নিয়ে কারাগার থেকে বের হওয়ার পর ফের গ্রেফতার হয়েছেন পাবনা পৌর জামায়াতের আমির আব্দুল লতিফ।
বুধবার (১১ মার্চ) দুপুর ১২টার দিকের পাবনা জেলা স্কুল চত্বর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার সিদ্দিকুর রহমান বাংলানিউজকে জানান, আদালত থেকে জামিন পাওয়ার পর কারাগার থেকে বের হয় আব্দুল লতিফ। পরে অন্য একটি মামলায় তাকে শহর থেকে গ্রেফতার করা হয়।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুল হক বাংলানিউজকে জানান, এর আগে ১৩ জানুয়ারি আব্দুল লতিফকে গ্রেফতার করা হয়েছিল।
বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, মার্চ ১১, ২০১৫