ঢাকা: রাজনৈতিক কর্মসূচির নামে সহিংস হরতাল-অবরোধ বন্ধের জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আহ্বান জানিয়েছে মুজিবসেনা ঐক্য লীগ সংগঠন।
বুধবার (১১ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবের হলরুমে সংগঠনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় এ আহ্বান জানানো হয়।
সংগঠনটির সভাপতি এইচ এম আসাদ বলেন, ‘বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট আন্দোলনের নামে হরতাল-অবরোধ দিচ্ছে। কিন্তু তাদের কোনো নেতারা মাঠে নেই। তারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য চোরাগোপ্তা হামলা করছে। পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করছে। ’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনি মুসলমান, মৃত্যুর পর আল্লাহ’র কাছে জবাব দিতে হবে। আপনি হরতাল-অবরোধের নামে চোরাগোপ্তা হামলা চালিয়ে অনেক মা-বোনের বুক খালি করেছেন, করছেন। দয়া করে এই সহিংস হরতাল-অবরোধ বন্ধ করুন। নইলে আল্লাহ ক্ষমা করবেন না। ’
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে সংসদ সদস্য ও ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো. সেলিম বলেন, ‘আমি আপনাদের পাশে আছি, আগামীতেও থাকবো। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আমি একজন প্রার্থী। আমাকে নির্বাচিত করে নগরীর সেবামূলক কাজে নিয়োজিত হওয়ার সুযোগ দিন। ’
আয়োজক সংগঠনের সভাপতি এইচ এম আসাদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, সাবেক রাষ্ট্রদূত ও সংগঠনের প্রধান উপদেষ্টা মো. মমতাজ হোসেন, সংসদ সদস্য হোসনে আরা বেগম, সিনিয়র সহ-সভাপতি এইচ এম মোর্শেদ, সহ-সভাপতি সরকার শাহবুদ্দিন, সাধারণ সম্পাদক মো. ফজলুর রহমান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, মার্চ ১১, ২০১৫