ঢাকা: বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতাল সমর্থনে নিউ মার্কেট থানা স্বেচ্ছাসেবকদল মিছিল করেছে। এতে নেতৃত্ব দেন থানা স্বেচ্ছাসেবকদল নেতা মো. হাসান মৃধা, জাহাঙ্গীর, রবিউল ও আব্দুল আলিম।
বুধবার (১১ মার্চ) সকাল ৬টার দিকে নিউ মার্কেটের কিচেন মার্কেট এলাকায় তারা এ মিছিল বের করে। তবে মিছিলটি কিছু দূর এগিয়ে আসলে পুলিশ এসে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
এছাড়া বুধবার হরতাল সমর্থনে মিছিল হয়েছে রাজধানীর দক্ষিণ খানেও। দক্ষিণ খান থানা স্বেচ্ছসেবক দল মিছিল বের করে সকাল ১০টায় । মিছিলে নেতৃত্ব দেন এস খোকন, শেখফারুক, শিমুল, ফিরাজ, নাহিদ ও ফাহিমসহ নেতৃবৃন্দ।
এছাড়া রামপুরা ও পল্লবীসহ বিভিন্ন জায়গায় হরতালের সমর্থনে মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল।
বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, মার্চ ১১, ২০১৫