কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে বাসে পেট্রোলবোমা হামলার ঘটনায় মেহেদী হাসান উজ্জ্বল নামে ছাত্রদলের এক কর্মীকে আটক করেছে পুলিশ।
বুধবার (১১ মার্চ) দুপুরে উজ্জ্বলকে ১৬৪ ধারায় জিজ্ঞাসাবাদের অনুমতির জন্য আদালতে আনা হয়।
এরআগে মঙ্গলবার রাতে গাজীপুর তাকে আটক করে কিশোরগঞ্জ পুলিশ। রাতেই তাকে কিশোরগঞ্জ মডেল থানায় নিয়ে আসা হয়।
কিশোরগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বাংলানিউজকে এসব তথ্য জানান।
গত ৪ মার্চ রাত সোয়া ১১টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের সুলতানপুর এলাকায় ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা হামলা করে দুর্বৃত্তরা। এতে বাসটি পুড়ে যায় এবং ১২ যাত্রী দগ্ধ হয়।
বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, মার্চ ১১, ২০১৫