ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

জাপার উপজেলা সমন্বয়কারীর সব পদ বিলুপ্ত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, মার্চ ১১, ২০১৫
জাপার উপজেলা সমন্বয়কারীর সব পদ বিলুপ্ত

ঢাকা: উপজেলা পর্যায়ে জাতীয় পার্টির সমন্বয়কারীর সব পদ বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। তবে বিভাগীয় পর্যায়ের সমন্বয়কারীরা বহাল থাকছেন বলে ‍জাতীয় পার্টির এক বিজ্ঞপ্তিতে জানা গেছে।


 
বুধবার (১১ মার্চ) বিকেলে এরশাদের প্রেস ও পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির গঠনতন্ত্রে সমন্বয়কারীর কোনো পদ নেই। এখন থেকে উপজেলা কমিটি গঠনের ক্ষেত্রে এ পদ না রাখার জন্য সংশ্লিষ্টদের বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, মার্চ ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।