ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

পাড়া-মহল্লায় প্রতিরোধ কমিটি

খালেদার নির্দেশ বাস্তবায়ন শুরু বরিশালে

মুশফিক সৌরভ, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, মার্চ ১১, ২০১৫
খালেদার নির্দেশ বাস্তবায়ন শুরু বরিশালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

বরিশাল : ‘নাশকতানির্ভর’ আন্দোলন করতে গিয়ে পুরোপুরি ব্যাকফুটে থাকা বরিশাল জেলা বিএনপি ‘পাড়া-মহল্লায় প্রতিরোধ কমিটি’ গঠনের প্রক্রিয়া সবে শুরু করেছে। খালেদা জিয়ার নির্দেশ বাস্তবায়নে পর্দার অন্তরালে কাজ চালিয়ে যাচ্ছেন দলটির নেতারা।



তবে পুলিশি হয়রানির ভয়ে কমিটিতে ঠাঁই পাওয়া নেতা-কর্মীদের নাম প্রকাশ করতে চাইছে না স্থানীয় বিএনপি। এক্ষেত্রে কঠোর গোপনীয়তা রক্ষা করছে তারা।

সূত্র জানায়, বিএনপির হাইকমান্ডের নির্দেশনা অনুযায়ী কমিটিভূক্তদের নামের তালিকা প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে বরিশাল জেলা বিএনপি। তবে প্রতিরোধ কমিটি গঠনের কাজ দাপ্তরিকভাবে সম্পন্ন হবে। কাগজপত্রে থাকবে এর দালিলিক প্রমাণ।

জানা গেছে, বরিশাল মহানগরের ৩০টি ওয়ার্ডের মধ্যে এরই মধ্যে ১০টি ওয়ার্ডের কমিটি গঠন করা হয়েছে। বাকিগুলো আগামী সাত-আট দিনের মধ্যে সম্পন্ন হবে।

এদিকে দক্ষিণ ও উত্তর জেলায়ও থানা পর্যায়ে কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। এখানেও আগামী সাত-আট দিনের মধ্যে কমিটি গঠন সম্পন্ন হবে বলে নিশ্চিত করেছেন দলটির স্থানীয় নেতারা।

দলীয় সূত্রে জানা গেছে, এসব কমিটিতে সদস্যসংখ্যা নির্ধারণের ক্ষেত্রে ধরা-বাঁধা কোনো দিক নির্দেশনা না থাকায় কোনো কমিটিতে ২১, কোনোটিতে ৩১, আবার কোনো কমিটিতে ৪১ জন সদস্য রাখা হচ্ছে।

আবার অনেক ক্ষেত্রে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের নেতা-কর্মী ছাড়াও জোটের শুভাকাঙ্ক্ষী বা সমমনা দলগুলোর নেতা-কর্মীদেরও কমিটিতে রাখার চিন্তা-ভাবনা করছেন বিএনপি নেতারা। সেক্ষেত্রে ২০ দলীয় জোটের কর্মসূচিতে যারা নিয়মিত আসা-যাওয়া করেন অথবা বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাদেরকে ‘প্রতিরোধ সংগ্রাম কমিটি’তে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে বরিশাল মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান ফারুক বাংলানিউজকে বলেন, ‘ম্যাডামের(খালেদা জিয়ার) নির্দেশের পরপরই বরিশাল মহানগরের আওতায় সর্বত্র প্রতিরোধ সংগ্রাম কমিটি গঠনের কাজ শুরু করা হয়েছে। ’

‘রাষ্ট্রীয় সন্ত্রাস ও আওয়ামী নেতাদের হুমকি-ধমকি ও নানাবিধ প্রতিবন্ধকতার মুখেও কমিটির কাজ এগিয়ে চলছে। এরই মধ্যে বরিশাল মহানগরের পক্ষ থেকে ১০টির মত কমিটির ফরম্যাট সিনিয়র নেতাদের কাছে পৌঁছেছে। বাকিগুলো সাত-আট দিনের মধ্যে সম্পন্ন হবে’- বলেন মনিরুজ্জামান।

বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবায়েদুল হক চান বলেন, পাড়া-মহল্লায় প্রতিরোধ সংগ্রাম কমিটি গঠনের নির্দেশ পাওয়ার পরই আমরা কাজ শুরু করেছি। কিন্তু হামলা-মামলা, পুলিশি নির্যাতনসহ সরকারের নানা রকম হয়রানির কারণে আমরা কাজ শেষ করতে পারিনি। আশা করছি, কিছু দিনের মধ্যেই কমিটি গঠনের কাজ শেষ করতে পারবো।

উত্তর জেলা বিএনপির দপ্তর সম্পাদক নূরুল ইসলাম রাজু বলেন, চেয়ারপার্সন খালেদা জিয়ার নির্দেশ পাওয়ার পরপরই সংগ্রাম কমিটি গঠন নিয়ে নেতাকর্মীদের সাথে একাধিকবার আলোচনা হয়েছে। আগামী দুই-তিন দিনের মধ্যেই কমিটি গঠনের কাজ চূড়ান্ত হবে।

উল্লেখ্য, চলমান আন্দোলনের মধ্যে ‘সন্ত্রাসের বিরুদ্ধে দেশের সকল পাড়া-মহল্লায় ২০ দলীয় জোটের নেতৃত্বে প্রতিরোধ সংগ্রাম কমিটি গঠনের নির্দেশ দেন খালেদা জিয়া। গত ২ মার্চ সোমবার জোটের পক্ষে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ এক বিবৃতিতে খালেদা জিয়ার এ নির্দেশের কথা জানান।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, মার্চ ১১, ২০১৫

** লাইফ সাপোর্টে রাজশাহী বিএনপি
** খালেদার নি্র্দেশ বাস্তবায়নে দায়সারাভাব খুলনায়!
** খালেদার নির্দেশ বাস্তবায়ন হয়নি চট্টগ্রামে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।