ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

মানুষের জন্য রাজনীতি চাই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, মার্চ ১১, ২০১৫
মানুষের জন্য রাজনীতি চাই ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: সত্যিকার অর্থে মানুষের জন্য রাজনীতি চাই। দেশের রাজনীতিবিদরা মুখে মানুষের কথা বললেও তারা শুধু নিজেদের স্বার্থেই রাজনীতি করছেন।

একদল ক্ষমতায় যাওয়ার জন্য হরতাল-অবরোধ দিয়ে ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাচ্ছে, অপর দল দেশে যাই হোক ক্ষমতা আকড়ে ধরে থাকতে চায়, ক্ষমতা ছাড়তে নারাজ। অথচ দেশকে টিকিয়ে রাখতে হলে মানুষের জন্য রাজনীতি করার বিকল্প নেই।

মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১১ টার দিকে শুরু হওয়া টিএমএসএস মহিলা মার্কেটের ঊষা হলে ‘আমার অধিকার’ ফাউন্ডেশন ও ‘পেভ’ এর উদ্যোগে ‘‘শিক্ষার মান, জাতির প্রাণ, রাজনৈতিক কর্মসূচির আওতামুক্ত নিরাপদ শিক্ষাজীবন নিশ্চিত করুন’’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

ভাষাসৈনিক মাহফুজুল হক দুলুর সভাপতিত্বে ও পেভ এর সাধারণ সম্পাদক কেজিএম ফারুকের সঞ্চালনায় সভায় মুখ্য আলোচক ছিলেন সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সভাপতি কবি সাহিত্যিক বজলুল করিম বাহার।

অন্যান্যের মধ্যে আলোচনা সভায় ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি এ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল লতিফ মন্ডল, মালতীনগর হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক মিজানুর রহমান, মানবাধিকার সংগঠন জাস্টিস এর সভাপতি আনোয়ারুল ইসলাম বাচ্চু, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির জেলা নেতা অধ্যক্ষ আবুল কালাম আজাদ, অধ্যাপক আব্দুল মান্নান, ৬০ দশকের রাজনীতিবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রত্না চৌধুরী, প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় নেতা এস.এম. খায়রুল ইসলাম, গাবতলী পৌর কাউন্সিলর মাহফুজা আকতার লাকী, পেসড নির্বাহী পরিচালক মাহফুজ আরা মিভা, ব্লাস্ট এর সমন্বয়ক এ্যডভোকেট আশরাফুন্নাহার স্বপ্না, সমাজ কর্মী মাহফুজ আখতার জাহান পলি, সিডিএলএস এর আব্দুল খালেক, জেলা ছাত্রলীগ (জাসদ) সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন দুখু, প্রশিকার এলাকা সমন্বয়কারী সারমিন রশীদ, এমসিসি-বাংলাদেশ এর প্রোগ্রাম অফিসার রোজিনা মুমু, ওয়ার্ল্ড ভিশন এর দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা ড. সাকিল আহমেদ, আমার অধিকার ফাউন্ডেশনের ক্যাম্পেইনার শামসাদ মূর্শিদা সুমাসহ অন্যরা অংশ নেন।

বক্তারা বলেন, বিভিন্ন সময়ে রাজনৈতিক সংস্কৃতির অন্যতম হাতিয়ার হরতালের কারণে দেশের অগণিত শিক্ষার্থীর শিক্ষাজীবন অনিশ্চিত হতে চলেছে। শিক্ষাকার্যক্রম হরতালসহ অন্যান্য রাজনৈতিক কর্মকাণ্ডের বাইরে রাখুন। বার বার পরীক্ষার তারিখ পিছিয়ে যাওয়ার কারণে কোমলমতি শিক্ষার্থীদের মনোজগতে পড়ছে দীর্ঘমেয়াদী বিরূপ প্রভাব। ক্ষমতাসীন দল পারছে না দেশটাকে স্বাভাবিক করতে, পারছে না মানুষের স্বাভাবিক নিরাপত্তা দিতে, পারছে না মানুষের স্বাভাবিক অধিকার নিশ্চিত করতে। তারা শুধু চায় যেন তেনভাবে ক্ষতায় টিকে থাকতে। আবার, বিরোধী দল বোমা মেরে সন্ত্রাস করে মানুষ হত্যা করে ক্ষমতায় যাওয়ার সুযোগ খুঁজছে। আসলে কোনটাই সঠিক পন্থা নয়।  

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, মার্চ ১১,২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।