যশোর: যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সদস্য কাজী নাবিল আহম্মেদের ব্যক্তিগত নিরাপত্তা কর্মীদের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।
বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় যশোর চিত্রা মোড়ে ১৪দল আয়োজিত সমাবেশ শেষে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, এমপি নাবিলের রাজনৈতিক প্রতিপক্ষ এ ভাঙচুর করেছে।
তবে এ বক্তব্য প্রত্যাখ্যান করে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও শাহীন চাকলাদার গ্রুপের নেতা আনোয়ার হোসেন বিপুল বাংলানিউজকে বলেন, আমাদের কোনো নেতাকর্মী এ ঘটনায় জড়িত থাকার প্রশ্নই ওঠে না।
তিনি আরও বলেন, আমরা লোকমুখে শুনেছি সাইড না দেওয়াকে কেন্দ্র করে এ হামলা হয়েছে। আবার কারও মুখে শুনছি, সম্মেলনে আসার টাকা ভাগা ভাগি নিয়ে এমপি গ্রুপের লোকজন হাতাহাতি করে এ ঘটনা ঘটায়। তবে এ বিষয়ে এমপি নাবিল আহম্মেদের ব্যক্তিগত সহকারীর নম্বরে একাধিকবার যোগাযোগ করা হলেও ফোন বন্ধ পাওয়া গেছে।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আককাস আলী বাংলানিউজকে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারা জড়িত সে বিষয়ে নিশ্চিত করে বলা সম্ভব নয়। তবে আমরা শুনেছি, সাইড দেওয়াকে কেন্দ্র করে একদল যুবক প্রথমে মাইক্রোবাসটির চালকের কলার ধরে ধাক্কাধাক্কি করে। পরে একপর্যায়ে তারা গাড়ির উপর হামলা করে।
যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন বাংলানিউজকে বলেন, সমাবেশ শেষে এমপি নাবিলের নিরাপত্তাকর্মীদের বহনকারী গাড়িটিতে সামান্য ধাক্কা খেয়ে সাবেক জেলা আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সদস্য অনুপ আহত হয়। এ সময় উত্তেজিত লোকজন গাড়িতে ভাঙচুর করে। তবে এ ঘটনা রাজনৈতিক কোনো ঘটনা নয়। এটা স্রেফ দুর্ঘটনা।
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, মার্চ ১১, ২০১৫