টাঙ্গাইল: বাসে আগুন দেওয়ার অভিযোগে আটক টাঙ্গাইল জেলা যুবদলের সভাপতি আহম্মেদুল হক শাতিলকে রিমান্ডে নেওয়া হয়েছে।
বুধবার (১১ মার্চ) দুপুরে পুলিশ তাকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।
এরআগে মঙ্গলবার রাত ৯টায় শহরের কুমুদিনী মহিলা কলেজ সংলগ্ন নিজ বাসা থেকে তাকে আটক করে সাদা পোশাকের পুলিশ।
টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বাংলানিউজকে জানান, শাতিলকে বাসে আগুনের ঘটনায় একদিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, মার্চ ১১, ২০১৫