খুলনা: দেশব্যাপী বিএনপি-জামায়াতের অগ্নিসংযোগ, হত্যা, সন্ত্রাস, নৈরাজ্যসহ সব ধরনের নৃশংস কর্মকাণ্ডের প্রতিবাদে এবং নাশকতাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খুলনায় পদযাত্রা করেছে ১৪ দল।
বুধবার (১১ মার্চ) বিকেল সাড়ে ৫টায় নগরীর রূপসা ট্রাফিক মোড় থেকে কেন্দ্রঘোষিত এ পদযাত্রা শুরু হয়।
শোভাযাত্রার শুরুতে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক মিজানুর রহমান মিজান এমপি’র সভাপতিত্বে এবং মহানগর আওয়ামী লীগ নেতা মো. মুন্সি মাহবুব আলম সোহাগ ও সদর থানা আওয়ামী লীগ সভাপতি অ্যাড. সাইফুল ইসলামের যৌথ পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেত্রী বেগম মন্নুজান সুফিয়ান, মহানগর জাসদের সভাপতি রফিকুল হক খোকন, ন্যাপের সভাপতি ফজলুর রহমান, সাম্যবাদী দলের নেতা এফ এম ইকবাল, জেলা জাসদের সভাপতি শেখ গোলাম মর্তুজা, ওর্য়াকার্স পার্টির সাধারণ সম্পাদক অ্যাড. মিনা মিজানুর রহমান, মহানগর জাসদের সাধারণ সম্পাদক মো. খালিদ হোসেন, জেলার সাধারণ সম্পাদক স. ম রেজাউল করিম, মহানগর ন্যাপের সাধারণ সম্পাদক তপন কুমার রায়, জেলার সাধারণ সম্পাদক স ম হোসেন, আওয়ামী লীগ নেতা কাজী এনায়েত হোসেন প্রমুখ।
সমাবেশে ১৪ দল নেতারা বলেন, খালেদা জিয়া গণতন্ত্রের নামে মানুষ পুড়িয়ে দেশবাসীর সঙ্গে প্রহসন করছেন। জঙ্গি নেতাদের উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে জামায়াতকে সঙ্গে নিয়ে দেশব্যাপী নৈরাজ্য চালাচ্ছেন। জনসমর্থন শূন্যের কোটায় চলে যাওয়ায় তারা এখন রাস্তায় আন্দোলন করার কোনো মানুষ পাচ্ছে না। সে কারণেই তারা মানুষ পুড়িয়ে হত্যা করে দেশে গণতন্ত্রের নামে সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে।
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, মার্চ ১১, ২০১৫