ঢাকা: রাজধানীর মুগদা ও বাবুবাজারে ককটেল বিস্ফোরণে দু’জন আহত হয়েছে। তাদের একজন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং অপরজন প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন।
বুধবার (১১ মার্চ) বিকেলে মুগদার মান্ডার ঝিলপাড় ও বাবুবাজার ব্রিজে পৃথক এ দু’টি বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিকেল ৫টায় মান্ডার ঝিলপাড়ের এলাকায় নিজ বাসায় ককটেল বিস্ফোরণে আহত হন বাবু (১৮) নামে এক যুবক। তাকে পুলিশ প্রহরায় ঢামেকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মুগদা থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বাংলানিউজকে বলেন, আহত বাবু ঝিলপাড় এলাকার শহীদ নামে এক ব্যক্তির বাসার ভাড়াটিয়া। তিনি পেশায় একজন রিকশাচালক। ধারণা করা হচ্ছে, বাসায় ককটেল বানানোর সময় বিস্ফোরণ ঘটলে বাবু আহত হন।
এসআই আরও জানান, আহত অবস্থায় পরিবারের লোকজন বাবুকে তাৎক্ষণিকভাবে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে খবর পেয়ে পুলিশ তাকে সেখান থেকে ঢামেকে নিয়ে আসে।
অবশ্য বাবুর বোন রত্না দাবি করেন, তার বাবা ভাঙাড়ির ব্যবসা করেন। তিনি বাসায় সেসব ভাঙাড়ি মালামাল রাখেন। ওই মালামালের মধ্যেই হয়তো ককটেল দু’টি কোনোভাবে চলে এসেছিল, যে কারণে সেগুলো নাড়াচাড়া করার সময় বিস্ফোরণ ঘটলে বাবু আহত হন।
এসআই দেলোয়ার জানান, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
এর আগে, বিকেল ৪টার দিকে বাবুবাজার ব্রিজের নিচে একটি ককটেলের বিস্ফোরণে বাবুল (৩৫) নামে এক ব্যক্তি আহত হন। সামান্য আহত হওয়ায় ঢামেকে প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফিরে যান তিনি।
বাবুল বাংলানিউজকে জানান, তিনি বঙ্গবাজারের একটি দোকানে কাজ করেন। তার বাসা কেরাণীগঞ্জে। বাসা থেকে বঙ্গবাজার যাওয়ার সময় ককটেলটির বিস্ফোরণে তিনি আহত হন।
বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, মার্চ ১১, ২০১৫