ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপি-জামায়াতের হেড কোয়ার্টার লাহোরে: হানিফ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, মার্চ ১১, ২০১৫
বিএনপি-জামায়াতের হেড কোয়ার্টার লাহোরে: হানিফ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

যশোর: ১৯৭১ সালের পরাজিত শক্তি পাকিস্তানি সংগঠন জামায়াত এদেশে সৈনিক হিসেবে কাজ করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম হানিফ।

তিনি বলেন, বিএনপি-জামায়াতের প্রভু পাকিস্তান।

আর তাদের হেড কোয়ার্টার লাহোরে। পাকিস্তানের এজেন্ট খালেদা জিয়া ও তাদের সৈনিক জামায়াত মিলেমিশে এদেশকে পরিকল্পিতভাবে ধ্বংস করতে চায়।

বুধবার (১১ মার্চ) বিকেলে সারাদেশে বিএনপি-জামায়াতের সহিংসতার প্রতিবাদে যশোর ১৪দল আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে হানিফ এসব কথা বলেন।

তিনি বলেন, জনগণের ভোটের অধিকার আদায়ের নামে সারাদেশে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করছে বিএনপি-জামায়াত। অথচ ৫ জানুয়ারি দশম জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্রে যাওয়াকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত ১৪২জন সাধারণ মানুষকে নির্মমভাবে হত্যা করেছে। পুড়িয়েছে পাঁচ শতাধিক ভোটকেন্দ্র। ফলে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে হলে আগে খালেদা জিয়াকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে সরকার।

বিকেলে যশোর জেলা ১৪দলের সমন্বয়ক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা বিভাগীয় ১৪ দলের সমন্বয়ক এবিএম মোজাম্মেল হক, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভোকেট রবিউল আলম, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরো সদস্য ও যশোর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট ইকবাল কবির জাহিদ, জাসদের কেন্দ্রীয় সদস্য মাহবুবুর রহমান, জাতীয় পার্টি (জেপি) কেন্দ্রীয় সহ সভাপতি শফিকুল হামিদ চন্দন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সদস্য ও যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহম্মেদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির নেতা  আব্দুল মজিদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, মার্চ ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।