ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

রংপুরে বিএনপির ১২০ নেতা-কর্মীর বিরুদ্ধে দুই মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, মার্চ ১১, ২০১৫
রংপুরে বিএনপির ১২০ নেতা-কর্মীর বিরুদ্ধে দুই মামলা ছবি: প্রতীকী

রংপুর: রংপুরে নাশতকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে বিএনপির মহানগর সভাপতি ও সম্পাদকসহ ১২০জনের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা করেছে পুলিশ।  

বুধবার (১১ মার্চ) রাতে সদর থানার ওলীউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।



তিনি জানান, মঙ্গলবার বিকেলে নগরীর রবার্টসনগঞ্জ এলাকায় বোমা তৈরির সময় বিস্ফোরিত হলে যুবদলের রংপুর জেলার সহ-সাংঠনিক সম্পাদক ফিরোজ সরকার বিপ্লবের (২৮) হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনাস্থল থেকে আহত অবস্থায় পালিয়ে যাওয়ার সময় গ্রেফতার হন তিনি।

পরে এ ঘটনায় পুলিশের এসআই ফেরদৌস আহমেদ বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।

নাশকতা সৃষ্টির পরিকল্পনা ও বোমা তৈরি অভিযোগে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের ৬৫ নেতা-কর্মীকে আসামি করা হয়েছে বলে জানান তিনি।  

এছাড়া হরতাল চলাকালে সোমবার মহানগরের পুলিশ লাইন সংলগ্ন জেলা পরিষদ ভবন চত্বরে ককটেল হামলার ঘটনায় আরও একটি মামলা করা হয়েছে।

মামলার বাদী সদর থানার এসআই ওলীউর রহমান জানান, মামলায় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের ৫৫ জনকে আসামি করা হয়।

দুই মামলাতেই রংপুর মহানগর সভাপতি মোজাফফর হোসেন, সাধারণ সম্পাদক সামসুজ্জামান সামু, জেলা যুবদলের সভাপতি রইচ আহমেদসহ যুবদল-ছাত্রদল নেতা-কর্মীদের আসামি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, মার্চ ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।