ঢাকা: বিএনপি-জামায়াতসহ ২০ দলীয় জোটের হরতাল অবরোধ এখন কাগজে-কলমে নামমাত্র ঘোষণায় পরিণত হয়েছে। বিশেষত আইন শৃঙ্খলা বাহিনীর সাড়াশি অভিযানে নাশকতাকারীরা চলে গেছে আন্ডারগ্রাউন্ডে।
বুধবার(১১ মার্চ’২০১৫) রাজধানীর কোথাও কোন মিছিল এমনকি ঝটিকা মিছিল চোখে পড়েনি। ক’দিন আগে সন্ধ্যার সময় হলেই নাশকতা চালানোর প্রবণতা দেখা গেলেও এই সময় পুলিশের সতর্কতার কারণে তাও থেমে গেছে। কর্মী মাঠে না থাকলেও লাগাতার কর্মসূচি অব্যাহত রেখেছে এই জোট। আর হরতাল অবরোধ থাকলেও বুধবার রাজধানীর বিভিন্ন সড়কে সেই চিরচেনা যানজট দেখা যায়।
খোঁজ নিয়ে দেখা গেছে, রাজধানীর গুলিস্তান থেকে প্রত্যেকটি রুটেই দীর্ঘ যানজট রয়েছে। বিশেষ করে গুলিস্তান থেকে শাহবাগ হয়ে মিরপুর, গাবতলী, মহাখালী হয়ে উত্তরা। গুলিস্তান হয়ে রামপুরা, বাড্ডা, মগবাজার, তেজগাঁও হয়ে মহাখালী, উত্তরা, শাহবাগ হয়ে আজিমপুর প্রত্যেকটি সড়কেই দীর্ঘ যানজট রয়েছে। একেকটি সিগন্যালে ১৫ থেকে ২০ মিনিট সময় লাগছে।
ট্রাফিক বিভাগ উত্তরের সহকারী কমিশনার আবু ইউসুফ বাংলানিউজকে বলেন, রাস্তায় আগের চেয়ে অনেক গাড়ির চাপ বেড়েছে। গণপরিবহনের পাশাপাশি চলছে প্রাইভেট কারও।
তিনি বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারণে এখন সেই চিরচেনা ঢাকা শহরের জ্যাম থাকে সকাল থেকেই। রাস্তায় গাড়ির চাপের কারণে প্রতিটি সিগন্যালে দাঁড়াতে হচ্ছে।
গুলিস্তান থেকে উত্তরাগামী যাত্রী হাসান বাংলানিউজকে বলেন, বিআরটিসি দোতলা বাস সন্ধ্যা সোয়া ৬টার দিকে কারওয়ান বাজার পার হতেই সময় নিয়েছে আধ ঘণ্টা। এখন আর হরতাল মানুষ মানছেনা। কিন্তু গায়ের জোরে হরতাল দেওয়া হচ্ছে।
তিনি অভিযোগ করে বলেন, নেতাকর্মী মাঠে নেই। কিন্তু হঠাৎ করে দু’একটি গাড়িতে আগুন দিয়ে হরতাল সফল ভাবছে কিছু নেতা। দাবি আদায় এভাবে হয়না। দাবি আদায় করতে হলে জনসমর্থনের পাশাপাশি কর্মী বাহিনীর প্রয়োজন রয়েছে।
হরতাল অবরোধের মধ্যেও রাস্তায় যানজটের বিষয় নিয়ে কথা হয় ডিএমপির উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে।
তারা বলছেন, নাশকতাকারীদের বিরুদ্ধে পুলিশের শক্ত অবস্থানে সাধারণ মানুষের মাঝে আগের ওই ভীতি আর নেই। পুলিশের প্রতি মানুষের আস্থা বেড়েছে।
তারা বলেন, চোরাগোপ্তাভাবে হামলা করতে এসে জনগণ যেভাবে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করছে তাতে করে তারাও এক প্রকার ভীতির মধ্যে রয়েছে। এ কারণে রাস্তায় যানচলাচল বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে সাধারণ মানুষের চলাচল।
পুলিশ এখনও নাশকতাকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। চিহ্নিত নাশকতাকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে। রাজধানীর পরিস্থিতি এখন স্বাভাবিক বলেও তারা মতামত দেন।
বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, মার্চ ১১, ২০১৫