ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

পাড়া-মহল্লায় প্রতিরোধ কমিটি

নেতাকর্মীরা ঘুমে, খালেদার নির্দেশ উপেক্ষিত

নাসির উদ্দিন, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, মার্চ ১১, ২০১৫
নেতাকর্মীরা ঘুমে, খালেদার নির্দেশ উপেক্ষিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

সিলেট: দলীয় চেয়ারপার্সনের নির্দেশ উপেক্ষিত সিলেট বিএনপি নেতাদের কাছে। পাড়া-মহল্লায় সংগ্রাম কমিটি গঠনের ঘোষণায় গা করছেন না তারা।

 

পাড়া-মহল্লায় প্রতিরোধ সংগ্রাম কমিটি গঠনে খালেদা জিয়ার নির্দেশের এক সপ্তাহ পেরিয়ে গেলেও সিলেটে আলোর মুখ দেখেনি সংগ্রাম কমিটি। এ কাজে তৃণমূল নেতাকর্মীদের সম্পৃক্তকরণ দূরে থাক, কোনো উদ্যোগই নেয়নি তারা।

গত ২ মার্চ ২০ দলীয় জোটের পক্ষে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ এক বিবৃতিতে খালেদা জিয়ার এ নির্দেশের কথা জানালেও এখন পর্যন্ত সিলেটে তা বাস্তবায়িত হয়নি।

খোঁজ নিয়ে জানা গেছে, মহানগর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবসহ পদধারী অনেক নেতাই রয়েছেন কারাগারে। বাইরে যারা আছেন তারাও নিষ্ক্রিয়। আবার অনেকে ধরপাকড়ের ভয়ে আত্মগোপনে রয়েছেন।

অন্যদিকে জেলা বিএনপির আহবায়কসহ তিন যুগ্ম আহবায়ক আইন পেশায় ব্যস্ত। অন্য যুগ্ম আহবায়করা ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তাই দলের চেয়ারপারসনের নির্দেশ বাস্তবায়নে সময় দেওয়ার ফুরসৎ তাদের নেই। এ নিয়ে তৃণমূল নেতাদের মধ্যে জন্ম নিয়েছে ক্ষোভ।

এ ব্যাপারে জানতে চাইলে সিলেট মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সিটি কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম বাংলানিউজকে বলেন, মহানগরীর কোন ওয়ার্ডেই সংগ্রাম কমিটি গঠিত হয়নি। তবে এর দায়ভার আমার নয়, যারা পদ আঁকড়ে আছেন, দায় সেইসব শীর্ষ নেতার।

তিনি বলেন, যাদের উপর ম্যাডাম মহানগর বিএনপির দায়িত্ব দিয়েছেন, তারা কেউ আদালতে আইন পেশায় আবার কেউ ব্যবসা নিয়ে ব্যস্ত। তাদের দিয়ে রাজপথের আন্দোলন চাঙ্গা করা যাবে না।

মহানগর বিএনপির আহবায়ক কমিটির আরেক সদস্য নাসিম হোসেন বাংলানিউজকে বলেন, মহানগর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবসহ অনেক নের্তৃবৃন্দ কারাগারে। যে কারণে এ যাবত কোন কমিটি গঠন করা হয়নি। তবে কমিটি গঠন প্রক্রিয়াধীন রয়েছে।

মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক সভাপতি এম এ হক বাংলানিউজকে বলেন, এসব ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অনেক নেতা রয়েছেন। সেখানে আমার মতামতের কিছু যায় আসে না। যে কারণে নিজেকে দূরে সরিয়ে রেখেছি। তবে দৃশ্যত কমিটি গঠনের কোন কার্যক্রম লক্ষ্য করা যায়নি।

জেলা বিএনপির যুগ্ম আহবায়ক দিলদার হোসেন সেলিম বাংলানিউজকে বলেন, মানসিকভাবে কমিটি গঠনের প্রস্তুতি নিচ্ছি আমরা। তৃণমূলের পরামর্শের ভিত্তিতেই এসব কমিটি গঠন করা হবে।

তবে এ যাবত মহানগর সংলগ্ন দক্ষিণ সুরমার দু’টি ইউনিয়নের কিছু ওয়ার্ড পর্যায়ে সংগ্রাম কমিটি গঠন করা হয়েছে জানিয়ে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলী আহমদ বাংলানিউজকে বলেন, ব্যক্তিগত উদ্যোগে এসব কমিটি গঠন করেছি।

স্থানভেদে এসব কমিটি ৭১, ৫১, ৬১ সদস্য বিশিষ্ট করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, উপজেলার কামালবাজার ও মোগলাবাজার ইউনিয়নের কয়েকটি ওয়ার্ডে কমিটি গঠন করা হয়েছে।

সদ্য গঠিত কামালবাজার ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সংগ্রাম কমিটি আহবায়ক সুমন আহমদ বাংলানিউজকে বলেন, ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। তবে দায়িত্ব পালনের ব্যাপারে কোন নির্দেশনা দেওয়া হয়নি।

সিলেট জেলা বিএনপি আহবায়ক অ্যাডভোকেট নুরুল হক বাংলানিউজকে বলেন, সংগ্রাম কমিটি এখনও গঠন করা হয়নি। কমিটি গঠনের প্রস্তুতি চলছে।

হুট করে কমিটি গঠন করলে হবে না মন্তব্য করে তিনি বলেন, কমিটিতে কাদের রাখা হবে, তা নিয়ে যাচাই চলছে। এ মাসের শেষের দিকেই সিলেটের ১২টি উপজেলায় সংগ্রাম কমিটি গঠন করতে পারবে।

বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, মার্চ ১১, ২০১৫

** খালেদার নির্দেশ বাস্তবায়ন শুরু বরিশালে
** লাইফ সাপোর্টে রাজশাহী বিএনপি
** খালেদার নি্র্দেশ বাস্তবায়নে দায়সারাভাব খুলনায়!
** খালেদার নির্দেশ বাস্তবায়ন হয়নি চট্টগ্রামে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।