ঢাকা: নানা ঝুঁকি নিয়ে হরতাল-অবরোধের মধ্যে রাজশাহীতে পরিবহন যোগাযোগ সচল রাখার পরও পুলিশের চাঁদাবাজি বন্ধ ও দুই থানার ওসিকে প্রত্যাহারের দাবিতে ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছে পরিবহন মালিক-শ্রমিক সংগঠনগুলো।
বুধবার (১১ মার্চ) রাতে রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে বাংলানিউজকে এ তথ্য জানানো হয়েছে।
এরআগে, বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ৬টা থেকে রাজশাহী জেলায় অনির্দিষ্টালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দেয় জেলা মোটর মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
ঘুষ দাবিসহ নানা অনিয়মের অভিযোগে নগরের বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ও শাহ মখদুম থানার ওসি মিজানুর রহমানক প্রত্যাহারের দাবিতে রাজশাহী জেলা মোটর মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতারা এ ধর্মঘটের ডাক দেন।
বাংলাদেশ সময়: ২২১২ ঘণ্টা, মার্চ ১১, ২০১৫