ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৪ ঘণ্টা, মার্চ ১২, ২০১৫
বগুড়ায় যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা ছবি: প্রতীকী

বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলার বুড়িতলা এলাকায় সাজেদুর রহমান সাজু (৪০) নামে স্থানীয় এক যুবলীগ নেতাকে পূর্ব শত্রুতার জের ধরে হত্যার উদ্দেশ্যে কুপিয়েছে চিহ্নিত সন্ত্রাসীরা। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে সাজুর দুই পায়ের প্রায় সম্পূর্ণ অংশই কেটে গেছে বলে দাবি করেন স্থানীয়রা।



বুধবার (১১ মার্চ) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার বি-ব্লকের কুষ্টিয়া সড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ জান‍ায়, গুরুতর আহত সাজু শাজাহানপুর উপজেলার মাঝিড়া ইউনিয়নের পদ্মপুকুর দর্জিপাড়ার আব্দুল জব্বারের ছেলে। এছড়া তিনি উপজেলা যুবলীগের সদস্য। তাৎক্ষণিকভাবে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, স্থানীয় একই দলীয় চিহ্নিত সন্ত্রাসী নুরুজ্জামানের পক্ষে বেলাল নামের এক যুবক এসে সাজেদুর রহমান সাজুকে কাবাব খাওয়ার কথা বলে ডেকে নিয়ে যায়। এরপর তাকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপুরি আঘাত করে গুরুতম জখম করে সন্ত্রাসীরা।

ওসি আরও জানান, এ ধরনের চিহ্নিত অপরাধীদের বিরুদ্ধে কেউ সঠিক ভাবে স্বাক্ষ্য-প্রমাণসহ অভিযোগ করার সাহস পান না, যে কারণে এদের দৌরাত্ম্য থামানো কঠিন হয়ে পড়ে।      
 
বাংলাদেশ সময়: ০১১৫ ঘণ্টা, মার্চ ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।