ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

কমলনগরে ট্রাকসহ ২ যানবাহন ভাঙচুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৭ ঘণ্টা, মার্চ ১২, ২০১৫
কমলনগরে ট্রাকসহ ২ যানবাহন ভাঙচুর ছবি: প্রতীকী

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর-রামগতি সড়কের কমলনগরে হাজিরহাট কবরস্থান এলাকায় ট্রাকসহ দুটি যানবাহন ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১১ মার্চ) রাত সাড়ে ৯ টার দিকে যানবাহন দুটি ভাঙচুর করে তারা।



স্থানীয়রা জানান, একটি ট্রাক ও একটি পিকআপ ওই এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা ইট নিক্ষেপ করে ভাঙচুর করে পালিয়ে যায়।

কমলনগর থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গেলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।


বাংলাদেশ সময়: ০২১৬ ঘণ্টা, মার্চ ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।