ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

লক্ষ্মীপুরে যুবদল নেতা অপহৃত, পথচারী গুলিবিদ্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৩ ঘণ্টা, মার্চ ১২, ২০১৫
লক্ষ্মীপুরে যুবদল নেতা অপহৃত, পথচারী গুলিবিদ্ধ ছবি: প্রতীকী

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মো. ইসরাফিলকে (৩২) গুলি করে অস্ত্রের মুখে তুলে নিয়ে গেছে সন্ত্রাসীরা। এ সময় সন্ত্রাসীদের গুলিতে মো. সোহাগ নামে স্থানীয় এক পথচারীও গুলিবিদ্ধ হন।



বুধবার (১১ মার্চ) রাত ৯টার দিকে বশিকপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের বুদাজি বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

অপহৃত যুবদল নেতা ইসরাফিল কাশিপুর গ্রামের মুকবল হোসেনের ছেলে। গুলিবিদ্ধ পথচারী সোহাগ একই গ্রামের শামছুল ইসলামের ছেলে। তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, যুবদল নেতা ইসরাফিল ওই এলাকার একটি চা দোকানে স্থানীয় লোকজনদের সাথে গল্প করছিলেন। এ সময় স্থানীয় সন্ত্রাসী আজিজ বাহিনী গুলি চালালে ইসরাফিল ও পথচারী সোহাগ গুলিবিদ্ধ হন। পরে সন্ত্রাসীরা গুলিবিদ্ধ যুবদল নেতাকে তুলে নিয়ে যায়।

স্থানীয়রা গুলিবিদ্ধ সোহাগকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে।

লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (এএসপি-সদর) মো. জুনায়তে কাউছার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অপহৃত যুবদল নেতাকে উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেফতার করতে পুলিশ মাঠে নেমেছে।

বাংলাদেশ সময়: ০৩২১ ঘণ্টা, মার্চ ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।