ঢাকা: চলমান রাজনৈতিক পরিস্থিতিতে নাশকতামূলক কর্মকাণ্ডের দায়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপিসহ জামায়াত-শিবিরের ১১ নেতা-কর্মীকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সোয়া ৮টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, চলমান হরতাল-অবরোধকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন এলাকায় নাশকতা সৃষ্টির দায়ে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় পুলিশ অভিযান চালিয়ে ১১ জনকে আটক করা হয়।
তিনি আরও জানান, আটককৃতরা বিএনপি ও জামায়াতের নেতা-কর্মী। এর মধ্যে ৪ জন বিএনপি এবং বাকিরা জামায়াত-শিবিরকর্মী।
বাংলাদেশ সময়: ০৮৪৫ ঘণ্টা, মার্চ ১২, ২০১৫