নড়াইল: নড়াইলে পুলিশের বিশেষ অভিযানে বিএনপির এক নেতাসহ বিভিন্ন মামলা ও অভিযোগে ২০ জনকে আটক করা হয়েছে।
বুধবার রাত থেকে বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল নয়টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে নড়াইল জেলা বিএনপি নেতা ও হবখালি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম মিলন (৫২) রয়েছে।
নড়াইল পুলিশ কন্ট্রোল রুম থেকে জানা গেছে, নড়াইল সদর থানা থেকে ছয় জন, লোহাগড়ায় ছয়, কালিয়ায় চার ও নড়াগাতি থেকে চারজনকে আটক করা হয়েছে।
পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ০৯৫৪ ঘণ্টা, মার্চ ১২, ২০১৫