ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

মেহেরপুরে বিএনপির ৭ কর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৯ ঘণ্টা, মার্চ ১২, ২০১৫
মেহেরপুরে বিএনপির ৭ কর্মী আটক ছবি : প্রতীকী

মেহেরপুর: নাশকতাবিরোধী অভিযানে মেহেরপুর সদর ও গাংনী থানার বিভিন্ন গ্রাম থেকে বিএনপির সাত কর্মী সমর্থককে আটক করেছে পুলিশ।

বুধবার (১১ মার্চ) রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।



আটক কর্মীদের মধ্যে গাংনীতে চারজন ও সদর উপজেলায় তিনজন রয়েছে।

মেহেরপুর জেলা গোয়েন্দা বিশেষ শাখার উপপরিদর্শক (এসআই) হাসান এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, বুধবার দিবাগত রাতের বিভিন্ন সময়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন ও সদর থানার ওসি আহসান হাবীবের নেতৃত্বে পুলিশের পৃথক দল এই অভিযান চালায়।

হরতাল ও অবরোধে নাশকতার আশঙ্কায় এসব কর্মীদের আটক করা হয়েছে বলে জানান এএসপি আজবাহার শেখ।

কার্যবিধির ১৫১ ধারায় আটক দেখিয়ে তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৯৫৯ ঘণ্টা, মার্চ ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।