নোয়াখালী: লক্ষ্মীপুর সদর উপজেলার কাশিপুর থেকে অপহৃত যুবদল নেতা মো. ইসরাফিলের (২৫) মৃতদেহ নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়ন থেকে উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে ইউনিয়নের চন্দ্রগঞ্জ-খিলপাড়া সড়কের দক্ষিণ দেলিয়াই গ্রাম থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহত ইসরাফিল লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের মকবুল আহমদের ছেলে। তিনি কাশিপুর ওয়ার্ড যুবদলের সভাপতি।
পুলিশ ও নিহতের পরিবার বাংলানিউজকে জানায়, বুধবার রাতে যুবদল নেতা ইসরাফিল কাশিপুর গ্রামে তার বাড়ির পাশের একটি চায়ের দোকানে বসেছিলেন। এসময় একদল দুর্বৃত্ত সেখানে এসে এলোপাথাড়ি গুলি ছোড়েন। এ সময় সোহাগ নামের এক দিনমজুর গুলিবিদ্ধ হন।
পরে দুর্বৃত্তরা যুবদল নেতা ইসরাফিলকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যান। রাতে তার পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের চন্দ্রগঞ্জ-খিলপাড়া সড়কের দক্ষিণ দেলিয়াই এলাকার সড়কের পাশে ইসরাফিলের মৃতদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ তাকে অপহরণের পর হত্যা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, মার্চ ১২, ২০১৫