ঢাকা: বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানের মেডিকেল চেকআপ করতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে প্রবেশ করেছেন একজন চিকিৎসাকর্মী।
বৃহস্পতিবার (১১ মার্চ) সকাল সাড়ে দশটার দিকে গুলশান-২ এ খালেদার রাজনৈতিক কার্যালয়ে যান ল্যাবএইড হাসপাতালের গুলশান শাখার মেডিকেল অ্যাসিস্টেন্ট সুশীল চন্দ্র বসাক।
সুশীল চন্দ্র বসাক জানান, সেলিমা রহমান অসুস্থ হয়ে পড়েছেন। তাই তাকে খবর দেওয়া হয়েছে রক্ত পরীক্ষাসহ মেডিকেল চেকআপ করার জন্য।
সকালে সুশীল চন্দ্র বসাক কার্যালয়ের সামনে এলে পুলিশ তার দেহ তল্লাশি করে ভেতরে প্রবেশের অনুমতি দেয়।
বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, মার্চ ১২, ২০১৫