ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

বান্দরবানে জাগো পার্বত্যবাসীর হরতাল প্রত্যাহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, মার্চ ১২, ২০১৫
বান্দরবানে জাগো পার্বত্যবাসীর হরতাল প্রত্যাহার

বান্দরবান: বান্দরবানে জাগো পার্বত্যবাসীসহ কয়েকটি বাঙালি সংগঠনের ডাকা ৭২ ঘণ্টা হরতাল প্রত্যাহার করা হয়েছে।

শুক্রবার এসএসসি পরীক্ষার বিষয়টি মাথায় রেখে এ হরতাল প্রত্যাহার করা হয়।



বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে হরতাল কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন জাগো পার্বত্যবাসীর নেতা আব্দুল জলিল।

আব্দুল জলিল বলেন, বিভিন্ন দুর্গম এলাকা থেকে পাহাড়ের ছাত্রছাত্রীরা এসএসসি পরীক্ষা দিতে বান্দরবান শহরে আসে। তাই শিক্ষার্থীদের কথা চিন্তা করে এ হরতাল প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তবে পাহাড়ে চাঁদাবাজি-সন্ত্রাস বন্ধে সরকার যথাযথ ব্যবস্থা না নিলে আগামীতে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

এ সময় সংগঠনের নেতা আবিদুর রহমান, কামাল উদ্দিন, গোলাম সরোয়ার সোহাগ, আবু ছালেহসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এদিকে, যে স্থানগুলোতে সন্তু লারমার সফরের কথা রয়েছে সেখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিকেলে সন্তু লারমার সদর হাসপাতালে চিকিৎসারত জেএসএস কর্মীদের দেখতে যাওয়ার কথা রয়েছে।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বাংলানিউজকে বলেন, হরতাল প্রত্যাহারের পরও শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও সন্তু লারমার সফরের স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
 
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি সন্তু লারমা শুক্রবার সকালে বান্দরবান শহরের অদূরে ফারুক পাড়ায় পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) আয়োজিত একটি ছাত্র সম্মেলনে যোগ দিতে ১১, ১২, ১৩ মার্চ তিন দিনের সফরে বান্দরবানে অবস্থান করছেন।

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, মার্চ ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।