ঢাকা: ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে, সভা-সমাবেশে বাধা দেওয়া, গণগ্রেপ্তার ও গুম-খুনের প্রতিবাদে এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রাজধানীর মৌচাকে বিক্ষোভ মিছিল করেছে ২০ দলীয় জোট।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ৮টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ৫৪ ও ৫৫ নম্বর ওয়ার্ড ২০ দল।
২০ দল রমনা থানার যুগ্ম আহ্বায়ক ড. আহসান হাবিবের নেতৃত্বে মিছিলে ছিলেন, থানা জামায়াতের কর্মপরিষদের সদস্য এমইউ আলী, আতাউর রহমান সরকার, বিএনপি নেতা আকতার হোসাইন, যুবদল নেতা মাহবুবুর রহমান, ছাত্রনেতা মুরাদ হোসেন ও আনিছুর রহমান সহ আরও অনেকে।
মিছিল পরবর্তী সমাবেশে ড. আহসান হাবিব বলেন, বাংলাদেশের শান্ত পরিবেশকে অশান্ত করে ফায়দা হাসিলের জন্য বরাবরের মত এবারও আওয়ামী লীগ অগণতান্ত্রিক শক্তিকে আহ্বান জানাচ্ছে। জঙ্গিবাদকে উস্কে দিয়ে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে নানা অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু জনগণ তাদের নীল নকশা বুঝে গেছে।
তিনি আরও বলেন, রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে নিরীহ মানুষের জীবন কেড়ে নেওয়ার দায়ে এ অবৈধ সরকারের কর্তাব্যক্তিদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে।
গণতন্ত্র হত্যাকারী, জঙ্গিবাদের উস্কানিদাতা ও সন্ত্রাসের নির্দেশদাতাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, মার্চ ১২, ২০১৫