নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নে অভিযান চালিয়ে জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য ও একাধিক মামলার আসামি আবদুল্লা মাসুদ দুলালকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে ইউনিয়নের আফতারামপুর গ্রামের জুগিখালী এলাকার মুন্সি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইনুল হক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ আসামির নিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
তার বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় হরতাল-অবরোধে নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে বলেও ওসি জানান।
বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, মার্চ ১২, ২০১৫