ঢাকা: গাড়ি ভাঙচুর ও যানবাহন চলাচলে বাধা দেওয়া সংক্রান্ত সাভার থানার দ্রুত বিচার আইনের দুই মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমান এবং একই থানার অপর এক মামলায় ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ ৮৯ নেতাকর্মীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার (১২ মার্চ) মামলা দু’টির সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল।
এর আগে গত ১৮ ফেব্রুয়ারি আদালতে হাজির না থাকায় আমান-টুকুসহ ২৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।
গত বছরের ১৩ নভেম্বর মামলা দু’টিতে আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়।
মামলা দু’টির একটিতে ৬৫ জন, অপরটিতে ২৪ জনকে আসামি করা হয়।
২০১২ সালের ৯ ডিসেম্বর বিএনপিসহ ১৮ দলের অবরোধে সাভার থানাধীন আমিন বাজারে ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহন চলাচলে বাধা, ভাঙচুর ও জনমনে ত্রাস সৃষ্টির অভিযোগে মামলা দু’টি দায়ের করা হয়।
ওই বছরের ২৫ ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।
বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, মার্চ ১২, ২০১৫