ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

আমান-টুকুসহ ৮৯ নেতাকর্মীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ২ এপ্রিল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, মার্চ ১২, ২০১৫
আমান-টুকুসহ ৮৯ নেতাকর্মীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ২ এপ্রিল আমানউল্লাহ আমান ও সুলতান সালাউদ্দিন টুকু

ঢাকা: গাড়ি ভাঙচুর ও যানবাহন চলাচলে বাধা দেওয়া সংক্রান্ত সাভার থানার দ্রুত বিচার আইনের দুই মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমান এবং একই থানার অপর এক মামলায় ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ ৮৯ নেতাকর্মীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (১২ মার্চ)  মামলা দু’টির সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল।

কোনো সাক্ষী না আসায় ভারপ্রাপ্ত অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফরোজা শিউলী নতুন এ দিন ধার্য করেন।
 
এর আগে গত ১৮ ফেব্রুয়ারি আদালতে হাজির না থাকায় আমান-টুকুসহ ২৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

গত বছরের ১৩ নভেম্বর মামলা দু’টিতে আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়।

মামলা দু’টির একটিতে ৬৫ জন, অপরটিতে ২৪ জনকে আসামি করা হয়।

২০১২ সালের ৯ ডিসেম্বর বিএনপিসহ ১৮ দলের অবরোধে সাভার থানাধীন আমিন বাজারে ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহন চলাচলে বাধা, ভাঙচুর ও জনমনে ত্রাস সৃষ্টির অভিযোগে মামলা দু’টি দায়ের করা হয়।

ওই বছরের ২৫ ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, মার্চ ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।