ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

চাঁপাইনবাবগঞ্জে শিবির কর্মীকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, মার্চ ১২, ২০১৫
চাঁপাইনবাবগঞ্জে শিবির কর্মীকে কুপিয়ে হত্যা

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রেহাইচরে শিবিরের এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।



পুলিশের দাবি, অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে শিবির কর্মীরাই তাকে হত্যা করেছে।

অন্যদিকে, পরিবারের দাবি শিবিরের কর্মী হওয়ায় মোবাইল ফোনে ডেকে নিয়ে পূর্বপরিকল্পিতভাবে আরিফকে খুন করা হয়েছে।

নিহত আরিফুল ইসলাম (১৭) রেহাইচর-হঠাৎপাড়া গ্রামের রমজান আলীর ছেলে। তিনি চাঁপাইনবাবগঞ্জ সিটি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোর্তুজা বলেন, সকাল সাড়ে ৯টার দিকে কলেজে যাওয়ার সময় ফুলকুঁড়ি ইসলামিক একাডেমির পেছনে আমবাগানে আরিফুলকে কুপিয়ে হত্যা করা হয়। সে শিবিরের সক্রিয় কর্মী। অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরে শিবির কর্মীরাই তাকে কুপিয়ে হত্যা করেছে। হত্যাকারীদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।

তবে জেলা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক শহীদুল ইসলাম পুলিশের বক্তব্য প্রত্যাখ্যান করে বলেছেন, ‘সারাদেশের গুম-খুনের ধারাবাহিকতায় সরকার দলীয় সন্ত্রাসীরাই আরিফুলকে হত্যা করেছে’।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, মার্চ ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।