আশুলিয়া (ঢাকা): কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাভারের আশুলিয়ায় মিছিল করেছে থানা বিএনপির নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে মিছিলটি জামগড়া এলাকার ইয়াগী বাংলাদেশ মাঠ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে মাঠে গিয়ে শেষ হয়।
মিছিল থেকে অবিলম্বে বর্তমান সরকারকে পদত্যাগ করে নতুন নির্বাচন দেওয়ার দাবি জানান নেতাকর্মীরা। একইসঙ্গে দাবি না মানলে খালেদা জিয়ার নির্দেশে সারাদেশে কঠোর আন্দলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।
মিছিল ও সমাবেশে আশুলিয়া থানা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, মার্চ ১২, ২০১৫