ঢাকা: ‘নিখোঁজ’ বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে অক্ষত অবস্থায় ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন তার স্ত্রী হাসিনা আহমেদ।
বৃহস্পতিবার (১২ মার্চ) সুপ্রিম কোর্টে ল’ রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি।
এর আগে সালাহউদ্দিন আহমেদকে আগামী রোববারের (১৫ মার্চ) মধ্যে কেন খুঁজে বের করে হাজির করার নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এ রুল জারির পর সংবাদ সম্মেলন করলেন সালাহউদ্দিনের স্ত্রী হাসিনা আহমেদ।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘নিখোঁজ’ হওয়ার দুইদিন পার হয়ে গেছে। এখনও আমার স্বামীর কোনো হদিস পাওয়া যাচ্ছে না। আমাদের কাছ থেকে জিডিও নেওয়া হয়নি।
হাসিনা আহমেদ প্রশ্ন করে বলেন, সব আইন-শৃঙ্খলা বাহিনী অস্বীকার করছে যে, তাকে (সালাহউদ্দিন) নেওয়া হয়নি। তারা না নিয়ে গেলে কে নিয়ে গেলো?
গত শনিবার (০৭ মার্চ) রাতে সালাহউদ্দিনের দুই ড্রাইভার ও ব্যক্তিগত সহকারীকে গ্রেফতার করা হয়। বর্তমানে তারা বোমা হামলার মামলায় রিমান্ডে আছেন। ওই ‘গরিব’ লোকদের ওপরও নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ করেন সালাহউদ্দিনের স্ত্রী।
‘স্বামীকে যেভাবে অক্ষত অবস্থায় তুলে নেওয়া হয়েছে, সেভাবে ফেরতে দেওয়ার’ দাবি জানিয়ে হাসিনা আহমেদ বলেন, মঙ্গলবার (১০ মার্চ) ‘নিখোঁজ’ হওয়ার আগে রাত সাড়ে ৯টায় সর্বশেষ সালাহউদ্দিনের সঙ্গে কথা হয়।
বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, মার্চ ১২, ২০১৫
** ‘সালাহউদ্দিন নিজেই কি আত্মগোপনে আছেন?’
** সালাহউদ্দিন আহমেদকে হাজির করতে হাইকোর্টের রুল
** সালাহউদ্দিন আহমেদকে হাজিরে হাইকোর্টে আবেদন
** সালাহউদ্দিনের বিষয়টি তদন্ত হচ্ছে