ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

হরতালে রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের মিছিল

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, মার্চ ১২, ২০১৫
হরতালে রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের মিছিল বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপি-জামায়াত জোটের ডাকা হরতাল-অবরোধের সমর্থনে রাজধানীর বিভিন্ন স্থানে মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল।

বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত রাজধানীর বিমানবন্দর, মুগদা ও সবুজবাগ এলাকায় এ মিছিল বের করা হয়।



সকাল ১০টায় বিমানবন্দর এলাকায় বের হওয়া মিছিলে নেতৃত্ব দেন বিমানবন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাসুদ আহমদ খান, সাংগঠনিক সম্পাদক তারেক, সোহেল ও তুষার।

অপরদিকে, সকাল ১১টায় মুগদা থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বের হওয়া মিছিলে অংশ নেন স্থানীয় নেতাকর্মীরা।

এছাড়া, প্রায় একইসময়ে মিছিল বের করে সবুজবাগ থানা স্বেচ্ছাসেবক দলও।

স্বেচ্ছাসেবক দলের সহ-দফতর সম্পাদক মো. আক্তারুজ্জামান বাচ্চুর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, মার্চ ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।