জয়পুরহাট: অবরোধ-হরতালের নামে জয়পুরহাটের হিচমী বাজারে আলু বোঝাই ট্রাকে অগ্নিসংযোগসহ একাধিক নাশকতার এজাহার নামীয় আসামি ও জামায়াত কর্মী শিহাব উদ্দীনকে (২৮) আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট শহর থেকে তাকে আটক করা হয়।
আটক জামায়াত কর্মী জয়পুরহাট সদরের পুরানাপৈল ইউনিয়নের হাতিগাড়া গ্রামের ওয়াজেদ আলীর ছেলে।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর আব্দুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আটক হওয়া জামায়াত কর্মীকে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, মার্চ ১২, ২০১৫