গুলশান থেকে: শুক্রবার (১৩ মার্চ) বিকেলে সংবাদ সম্মেলন করবেন বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোটনেতা খালেদা জিয়া।
এদিন বিকেল ৪টায় তার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে দেশের চলমান পরিস্থিতি এবং বিএনপি ও ২০ দলীয় জোটের অবস্থান ব্যাখ্যা করে বক্তব্য রাখবেন খালেদা জিয়া।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেলের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
গত ৩ জানুয়ারি রাতে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অবস্থান নেওয়ার পর বৃহস্পতিবার সেখানে ৬৮তম দিন অতিবাহিত করছেন খালেদা জিয়া।
এরমধ্যে ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবসে’র কর্মসূচিতে অংশ নিতে কার্যালয় থেকে বের হওয়ার সময় মূলফটকে বাধাপ্রাপ্ত হন তিনি। এরপর সেখানে গাড়ির ওপর দাঁড়িয়ে সংক্ষিপ্ত বক্তব্যে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচির ডাক দেন বিএনপি চেয়ারপারসন।
তারপর প্রায় ১৪ দিন সংবাদমাধ্যমের মুখোমুখি হননি খালেদা জিয়া। তবে, ১৯ জানুয়ারি সন্ধ্যায় গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি চলবে বলে ঘোষণা দেন তিনি।
এরমধ্যে ২৪ জানুয়ারি দুপুরে মালয়েশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র আরাফাত রহমান কোকোর মৃত্যু হয়। সেদিন রাতে খালেদার কার্যালয় ফটকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অবরোধ চলবে এবং দফায় দফায় ডাকা হরতাল হবে বলে ঘোষণা দেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।
অর্থাৎ ১৯ জানুয়ারির পর আর সংবাদমাধ্যমের মুখোমুখি হননি খালেদা জিয়া। সে বিবেচনায় কার্যালয়ে অবস্থান নেওয়ার ৬৯তম দিনে শুক্রবার তৃতীয়বারের মতো সংবাদমাধ্যমের সামনে আসছেন বিএনপি চেয়ারপারসন।
** সালাহউদ্দিনের মুক্তি দাবি খালেদার
বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, মার্চ ১২, ২০১৫/আপডেট ১৯৩১ ঘণ্টা/আপডেট ২১২৮ ঘণ্টা