ঢাকা: দেশের অধিকাংশ নেতা ও বক্তা জনগণের ভাষা বোঝেন না বলে মন্তব্য করেছেন বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ড. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।
বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
উপ মহাদেশের প্রখ্যাত রাজনীতিক পাকিস্তান জাতীয় পরিষদের সাবেক সদস্য মশিউর রহমান যাদু মিয়ার ৩৬তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ‘মশিউর রহমান যাদু মিয়া জাতীয় স্মৃতি কমিটি’ এ আলোচনা সভার আয়োজন করে।
ড. বদরুদ্দোজা চৌধুরী বলেন, একদিকে বোমা মেরে মানুষ হত্যা করা হচ্ছে, অন্যদিকে সরকার দমননীতি চালাচ্ছে। এছাড়া বিচার বহির্ভূত হত্যাকাণ্ডও চলছে। দেশের এই ক্রান্তিকালে মশিউর রহমান যাদু মিয়ার মতো একজন সফল ব্যক্তির দরকার ছিল। তিনি জীবিত থাকলে দেশের বর্তমান সংকট উত্তরণে অবশ্যই এগিয়ে আসতেন।
তিনি বলেন, একজন সফল মানুষের মধ্যে যে গুণাবলি থাকতে হয়, তার সবই ছিল মশিউর রহমান যাদু মিয়ার মধ্যে। ব্যক্তি জীবনেও তিনি ছিলেন সফল।
মশিউর রহমান যাদু মিয়ার স্মৃতিচারণ করে বক্তারা বলেন, ভারতীয় উপমহাদেশের প্রগতিশীল আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রয়েছে তার। পঞ্চাশের দশকে রংপুর জেলা বোর্ডের কনিষ্ঠতম চেয়ারম্যানও ছিলেন তিনি।
মশিউর রহমান ১৯৫৭ সালে মাওলানা ভাসানীর আহ্বানে ঐতিহাসিক কাগমারী সম্মেলনের প্রধান সংগঠক ছিলেন। এরপর ১৯৬২ সালে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন।
আলোচনা সভায় আরো বক্তব্য দেন, অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, সাংবাদিক মাহফুজ উল্লাহ, আবু সালেহ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, মার্চ ১২, ২০১৫