ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

সহিংতায় সংলাপের পথ বন্ধ হয়ে আসছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, মার্চ ১২, ২০১৫
সহিংতায় সংলাপের পথ বন্ধ হয়ে আসছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: লাগাতার সহিংতায় সংলাপের পথ বন্ধ হয়ে আসছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, দেশব্যাপী বিএনপি জামায়াতের নাশকতা আর পেট্রোলের আগুনের বিরুদ্ধে ঘৃনার আগুন জ্বালাতে হবে।



বৃহস্পতিবার বিকেলে ফেনী ট্রাংক রোডে ১৪ দলের জনসভায় এ মন্তব্য করেন তিনি।

মন্ত্রী বলেন, পেট্রোল বোমা মেরে গণতন্ত্রকে প্রতিহত করা যাবে না। সহিংসতার সঙ্গে গণতান্ত্রিক সরকারের কোনো আলোচনাই হতে পারে না। লাগাতার সহিংসতায় সংলাপের পথ বন্ধ হয়ে আসছে।

ওবায়দুল কাদের ১৪দলের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, অশুভ শক্তিকে পরাজিত করেতে হবে দেশের মানুষকে সঙ্গে নিয়ে।

ফুলগাজী উপজেলা চেয়্যারম্যান একরামুল হক একরাম হত্যার ব্যাপারে ওবায়দুল কাদের বলেন, যারাই এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কেউ রেহাই পাবে না।

চলতি বছরের জুন মাসের মধ্যেই ঢাকা-চট্টগ্রাম ফোরলেনের কাজ সম্পন্ন হবে বলেও জানান ওবায়দুল কাদের।

ফেনী জেলা আ’লীগের সভাপতি আবদুর রহমান বিকমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি।

এছাড়াও জনসভায় বক্তব্য রাখেন- ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী,  সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জাহানারা বেগম সুরমা, ফেনী জেলা পরিষদ প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরী ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন, কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্বাহী পরিষদ সদস্য আমিনুল ইসলাম আমিন ও সুজিত রায় নন্দী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, মার্চ ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।