ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

সালাহউদ্দিনের মুক্তি দাবি খালেদার

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, মার্চ ১২, ২০১৫
সালাহউদ্দিনের মুক্তি দাবি খালেদার খালেদা জিয়া ও সালাহউদ্দিন আহমেদ

ঢাকা: বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে আইন-শৃঙ্খলা বাহিনী গ্রেফতার করেছে অভিযোগ করে অবিলম্বে তার মুক্তি দাবি করেছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।

বৃহস্পতিবার (১২ মার্চ) প্রেসসচিব মারুফ কামাল খান সোহেলের পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি করেন।



খালেদা অভিযোগ করেন, ‘মঙ্গলবার (১০ মার্চ) রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে গ্রেফতার, আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে আদালতে হাজির না করা এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষের তরফ থেকে আটক করার কথা অস্বীকৃতির ঘটনায় আমি গভীর ভাবে উদ্বিগ্ন এবং ক্ষুব্ধ। আমি এমন ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। ’

বিএনপি চেয়ারপারসন বলেন, ‘আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে রাতের আঁধারে দরোজা ভেঙে সালাহউদ্দিন আহমেদকে চোখ বেঁধে ও হাতকড়া পরিয়ে তুলে নেওয়ার ঘটনায় ক্ষমতাসীনদের তার ওপর ক্রোধের বহিঃপ্রকাশ ঘটেছে। এভাবে তুলে নিয়ে যাওয়ার ঘটনার ব্যাপারে তার পরিবারের পক্ষ থেকে দায়ের করা অভিযোগ গ্রহণে পুলিশের অস্বীকৃতিরও আমি তীব্র নিন্দা জানাচ্ছি। ’

তিনি বলেন, ‘বিএনপি’র গুরুত্বপূর্ণ নেতা ইলিয়াস আলী ও চৌধুরী আলমসহ সারা দেশে শত শত নেতা-কর্মীকে গ্রেফতারের পর অস্বীকারের উদ্বেগজনক প্রবণতাও এখন স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। এই পরিস্থিতিতে সালাহউদ্দিন আহমেদের ঘটনায় আমরা দারুণভাবে উৎকণ্ঠিত। ক্ষমতাসীনেরা এর দায় এড়াতে পারে না এবং তাদের কোনো কৈফিয়ৎ কারও কাছেই গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য হবে না। ’

বিএনপি চেয়ারপারসন সালাহউদ্দিন আহমেদের যেন কোনো ক্ষতি না হয় সেজন্য প্রার্থনা করে অনতিবিলম্বে তাকে মুক্তি দেওয়ার দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, মার্চ ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।