ঢাকা: বাংলাদেশে সফররত ডেমোক্রেটিক ইন্টারন্যাশনালের (ডিআই) প্রধান নির্বাহী গ্লিন কাউন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে বৈঠক করেছেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে রাজধানীর বনানী এরশাদের রাজনৈতিক কার্যালয়ে তারা বৈঠকে মিলিত হন।
বৈঠকে বাংলাদেশে বর্তমান গণতান্ত্রিক অবস্থা ও রাজনৈতিক পরিবেশ-পরিস্থিতি নিয়ে আলাপ-আলোচনা হয়। ডিআই’র প্রতিনিধিরা জাতীয় পার্টির গণতান্ত্রিক চর্চায় সন্তোষ প্রকাশ করেন। ডিআই বাংলাদেশে গণতন্ত্রের বিকাশে সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছে বলে জাতীয় পার্টি সূত্র জানিয়েছে।
বৈঠকে গ্লিন কাউন ছাড়াও ডিআই’র চিফ অব পার্টি নয়েল বক্সার ও জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, মার্চ ১২, ২০১৫