ঢাকা: শাহবাগ, কেন্দ্রীয় শহীদ মিনার এলাকাসহ রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।
বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে আইন-শৃঙ্খলা বাহিনী উঠিয়ে নিয়ে গেছে অভিযোগ করে তার প্রতিবাদে, চলমান অবরোধ-হরতাল ও গণমিছিলের সমর্থনে বৃহস্পতিবার (১১ মার্চ) এসব মিছিল করা হয়।
প্রথমে সকাল ৮টায় শাহাবাগের পিজি হাসপাতালের সামনে থেকে একটি মিছিল বের করা হয়। বাংলামোটর অভিমুখী মিছিলটি হোটেল শেরাটন সিগন্যাল অতিক্রম করলে পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে যায়।
মিছিলে অংশ নেন ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফ ফারুকী হিরা, পাঠাগার সম্পাদক মেহেদী হাসান, স্কুল বিষয়ক সম্পাদক আরাফাত বিল্লাহ খান, বুয়েট ছাত্রদল সভাপতি কে.এম.এস মুসাব্বির শাফি; আইন ছাত্র ফোরামের সিনিয়র সহ-সভাপতি জালাল খান মনন, ঢাকা কলেজ ছাত্রদলের যোগাযোগ সম্পাদক খায়রুল ইসলাম, আই.ই.বি ছাত্রদলের জিএস ফুলন কর্মকার; ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হল ছাত্রদল নেতা সাজিদ হাসান বাবু; জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা লুৎফুর রহমান ফরহাদ ভুঁইয়া; শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা মো. সানোয়ার আলম, মনির হোসেন, রাতুল, আনোয়ার; শিবপুর উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা মনির হোসেন; ঢাকা কলেজ ছাত্রদল নেতা শাহীনুর রহমান শাহীন, মো. মাহবুবুর রহমান নয়ন, মিনহাজুল আবেদীন নান্নু, বনী আমীন সোহাগ, তেজগাঁও কলেজ ছাত্রদল নেতা ইয়াসিন ভুঁইয়া, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল নেতা হিমেল ভুঁইয়া প্রমুখ
এরপর দুপুর ১২টায় ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি আলমগীর হাসান সোহানের নেতৃত্বে বখশীবাজার মোড় থেকে কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখী আরেকটি মিছিল বের করা হয়। তবে মিছিলটি শহীদ মিনার এলাকায় পৌঁছালে পুলিশি ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে যায়।
মিছিলে অংশ নেন ছাত্রদলের কেন্দ্রীয় অর্থ-সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা রজিবুল ইসলাম, আবু ফয়সাল জিহাদ, মো. ইমরান হোসেন, হাফিজুর রহমান, পার্থ দেব মন্ডল, আনিসুর রহমান শামীম, আমিনুর রহমান, নাজমুল ইসলাম, এম এম মুসা, হারুনুজ্জামান, সজিব, তৌহিদ, শামীম, শিমুল, ওয়াসিহ, ফারুক, প্রিন্স, মিরাজ, সাদ্দাম, মিঠু, রজব, মোহন, আশিক, রয়েল, নয়ন, মুকুল, মাসুদ, জাকির,সোহেল ,পলাশ, আক্তার প্রমুখ।
এরপর ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সঞ্জিব দে রিপনের নেতৃত্বে শাহবাগে আরও একটি মিছিল বের করা হয়। এতে অংশ নেন ঢাবি ছাত্রদল নেতা ফরিদ, আবু তাহের, আব্দুস ছালাম রিংকু, মশিউর রাসেল, জবি ছাত্রদল নেতা হানজালা, মেহেদি, তুফান, মিলন, ঢাকা কলেজ ছাত্রদল নেতা রিমু, প্রাইভেট ইউনিভার্সিটির শামিম, জয়নাল, তারেক প্রমুখ।
এছাড়া, রামপুরার হাজিপাড়া পেট্রোল পাম্পের সামনে, ধোলাইখাল নতুন রাস্তাসহ বিভিন্ন স্থানে মিছিল বের করে ছাত্রদল।
ছাত্রদলের সহ-সভাপতি নাজমুল হাসানের পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।
বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, মার্চ ১২, ২০১৫