ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

ফরিদপুর সা. সম্পাদককে গ্রেফতারের নিন্দা ছাত্রদলের

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, মার্চ ১২, ২০১৫
ফরিদপুর সা. সম্পাদককে গ্রেফতারের নিন্দা ছাত্রদলের মুরাদ হোসেন মুরাদ

ঢাকা: ছাত্রদলের ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুরাদ হোসেন মুরাদকে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্রদল।

বৃহস্পতিবার (১২ মার্চ) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।



ছাত্রদল নেতারা বলেন, দুপুরে পুলিশ তাকে বাসা থেকে গ্রেফতার করেছে। এই সরকার তাদের পতন আসন্ন বুঝতে পেরে দেশব্যাপী ছাত্রদল নেতাদের নির্বিচারে গ্রেফতার ও হত্যার পথ বেছে নিয়েছে।

তারা সতর্ক করে বলেন, ইতিহাস সাক্ষ্য দেয়, দমন-পীড়ন করে কেউই ক্ষমতার মসনদ চিরস্থায়ী করতে পারেনি।

ছাত্রদল নেতারা মুরাদসহ সব নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি দাবি করেন।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, মার্চ ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।