ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

শুক্রবার জামায়াতের দোয়া, শনিবার বিক্ষোভ

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৩ ঘণ্টা, মার্চ ১২, ২০১৫
শুক্রবার জামায়াতের দোয়া, শনিবার বিক্ষোভ

ঢাকা: জামায়াত নেতা মু. ফরিদের আত্মার মাগফিরাত কামনায় শুক্রবার (১৩ মার্চ) দোয়া এবং এর প্রতিবাদে শনিবার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে গাজীপুর মহানগর শিবির।

বৃহস্পতিবার (১২ মার্চ) এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির তথ্য জানানো হয়।



দলের পক্ষ থেকে গাজীপুর মহানগর শিবিরের সভাপতি ফুয়াদ হাসান পল্লব বলেন, গত ১৬ ফেব্রুয়ারি সন্ত্রাসীরা ফরিদকে অন্যায়ভাবে গুলি করার পরে বুধবার (১১মার্চ) বিকেলে রাজধানীর এক হাসপাতালে মারা যান। সন্ত্রাসীদের গুলিতে নিহত মু. ফরিদের আত্মার মাগফিরাত কামনায় শুক্রবার দোয়া ও এর প্রতিবাদে শনিবার (১৪ মার্চ) গাজীপুরে বিক্ষোভ কর্মসূচি পালন করবে গাজীপুর মহানগর ছাত্রশিবির।

বাংলাদেশ সময়: ২২১৩ ঘণ্টা, মার্চ ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।