ঢাকা: চলমান রাজনৈতিক পরিস্থিতির কারণে মানুষের ব্যবসা-বাণিজ্য, শিল্প-কারখানা ধ্বংসের পথে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম (চরমোনাই পীর) ।
বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন ।
বিবৃতিতে ব্যবসা বাণিজ্য ও শিল্প কারখানা ধবংসের পথে দাবি করে চরমোনাই পীর বলেন, রাজনৈতিক সংকটের কারণে দেশের উন্নয়ন উৎপাদন ও অর্থনীতি থমকে দাঁড়িয়েছে। হুমকিতে পড়েছে জাতীয় শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থা ।
যে সরকার গণমানুষের প্রয়োজন বুঝতে পারে না ,নিরাপত্তা দিতে পারে না তাদের ক্ষমতায় থাকার অধিকার নেই উল্লেখ করে তিনি বলেন, দেশে রাজনৈতিক সংকট চলছে আর এই সংকট রাজনৈতিকভাবেই সমাধান করতে হবে ।
এভাবে চললে দেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে বলেও তিনি মন্তব্য করেন ।
বাংলাদেশ সময়: ২২০৬ ঘণ্টা, মার্চ ১২,২০১৫