বগুড়া: বগুড়া শহর যুবলীগ নেতা মানিক, শাজাহানপুর উপজেলা যুবলীগ নেতা রঞ্জু ও দুখুর হত্যাকারীদের গ্রেফতারসহ সারাদেশে বিএনপি জামায়াত জোটের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবলীগ।
বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা সাড়ে ১২ টায় বিক্ষোভ মিছিল শেষে সাতমাথা টেম্পল রোডের দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মমতাজ উদ্দিন।
মমতাজ উদ্দিন বলেন, যখন শেখ হাসিনার নেতৃত্বে দেশ ও জাতি আন্তর্জাতিকভাবে সুনাম অর্জন করেছে, ঠিক তখনই উদ্দেশ্যমূলকভাবে স্বাধীনতাবিরোধী একটি মহল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে। দেশপ্রেমিক সকল নাগরিককে ঐক্যবদ্ধ হয়ে এ নাশকতাকারীদের মোকাবেলা করতে হবে।
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাগর কুমার রায়ের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, আওয়ামী লীগ নেতা টি. জামান নিকেতা, রফি নেওয়াজ খান রবিন, অধ্যাপক রফিকুল ইসলাম, অ্যাডভোকেট জাকির হোসেন নবাব, যুবলীগ নেতা আলহাজ শেখ, শুভাশীষ পোদ্দার লিটন, আমিনুল ইসলাম ডাবলু, লাইজিন আরা লীনা, ডালিয়া নাসরিন রিক্তাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত ছিলেন।
এর আগে সকালে হরতাল-অবরোধের সমর্থনে মিছিল বের করেন ২০ দলীয় জোটের কর্মীরা।
মিছিলটি শহরের সূত্রপুর থেকে শুরু হয়ে শেরপুর গোহাইল রোড সুত্রাপুর ও মফিজ পাগলা মোড় ঘুরে সমাবেশ করে।
মিছিল-সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চান, সিনিয়র সহ সভাপতি ফজলুল হক তালুকদার বেলাল, সহ সভাপতি অ্যাডভোকেট রাফি পান্না, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন, শহীদ-উন-নবী সালাম, ইসলামী ঐক্যজোটের নেতা ইঞ্জিনিয়ার শামছুল হকসহ জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২২১৭ ঘণ্টা, মার্চ ১২, ২০১৫