ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

আন্দোলন অব্যাহত রাখতে জামায়াতের আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৮ ঘণ্টা, মার্চ ১২, ২০১৫
আন্দোলন অব্যাহত রাখতে জামায়াতের আহ্বান

ঢাকা: সরকারের পদত্যাগের দাবিতে গণআন্দোলন অব্যাহত রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অন্যতম শরীক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের  ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এ আহ্বান জানান।


 
বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ দুইদিন ধরে নিঁখোজ উল্লেখ করে, বিবৃতিতে সালাহউদ্দিন আহমেদকে তার পরিবারের কাছে ফেরত দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।

বাংলাদেশ সময়: ২২২৩ ঘণ্টা, মার্চ ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।