ঢাকা: সরকারের পদত্যাগের দাবিতে গণআন্দোলন অব্যাহত রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অন্যতম শরীক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এ আহ্বান জানান।
বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ দুইদিন ধরে নিঁখোজ উল্লেখ করে, বিবৃতিতে সালাহউদ্দিন আহমেদকে তার পরিবারের কাছে ফেরত দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।
বাংলাদেশ সময়: ২২২৩ ঘণ্টা, মার্চ ১২, ২০১৫।