ঢাকা: আইন ও সংবিধান অনুযায়ী দেশের চলমান রাজনৈতিক সমস্যার সমাধান হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
শুক্রবার (১৩ মার্চ) সকালে রাজধানীর খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে মতবিনিময় শেষে সংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, চলতি মাসের মধ্যেই এসএসসি পরীক্ষা শেষ করা হবে এবং পরীক্ষা শেষে ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হবে।
এইচএসসি পরীক্ষা ১ এপ্রিল থেকে শুর হবে, পরীক্ষার রুটিনও ইতোমধ্যে প্রকাশ হয়েছে বলেও জানান তিনি।
এসএসসি পরীক্ষার আগে এবং পরীক্ষা চলাকালে বিএনপিসহ-২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধ বার বার প্রত্যাহারের আবেদন করেও ব্যর্থ হয়েছেন শিক্ষামন্ত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি বেহায়া হলেও আমি আমার ছেলে-মেয়েদের জন্য বেহায়া হয়েছি।
শিক্ষামন্ত্রী আবারও বিএনপিসহ-২০ দলীয় জোটকে হরতাল-অবরোধ প্রত্যাহার করে নাশকতামূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ১০২৯ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৫